প্রচ্ছদ ›› জাতীয়

দৌলতখানে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৩ ১৫:৫৩:৪৪ | আপডেট: ২ years আগে
দৌলতখানে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ভোলার দৌলতখান উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ঘে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।

সোমবার দৌলতখানের দক্ষিণ জয়নগর ইউনিয়নের বকশে আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের পরিচয় জানা গেছে। তার নাম সজিব গোলদার। তিনি লালমোহন উপজেলার কলমী ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিমল গোলদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি বলেন, আজ দুপুর দেড়টার দিকে ভোলা থেকে কাভার্ডভ্যানটি দৌলতখানের বকশে আলী মহাসড়কে পৌঁছায়। সেখানে বিপরীত দিক থেকে আশা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত তিন যাত্রী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, এ ঘটনায় সিএনজি ও চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে কাভার্ডভ্যানসহ চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।