রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদযাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে রাজবাড়ীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে ঈদের আগে ও পরে ৩ দিন করে ৭ দিন বন্ধ থাকবে পন্যবাহী ট্রাক পারাপার (পচনশীল পণ্য বাদে) বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়রুজ্জামান, বিআইডব্লিটিসি দৌলতিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বক্তৃতা করেন।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘ঈদুল আজহায় পারাপার নির্বিঘ্ন করতে নানামুখি উদ্যোগ নেয়া হয়েছে। ঈদের আগে ও পরে ৩ দিন করে ৭ দিন বন্ধ থাকবে পন্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে গরুর ট্রাক চলাচল স্বাভাবিক থাকবে। ঘাটে প্রস্তুত রাখা হয়েছে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ। সার্ক্ষণিকভাবে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।'