তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া মাওলানা সাদ কান্ধলভী অনুসারী আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি হলেন কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে আবু তাহের (৬৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।
তিনি জানান, কিশোরগঞ্জ থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসেছিলেন আবু তাহের। রাত সাড়ে ৮টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান।
আরও পড়ুন- আখেরী মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
এর আগে যারা মারা গেছেন তারা হলেন- ঢাকার গুলিস্তান বঙ্গবাজার এলাকার বোরহান উদ্দিন (৪৮), কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার আব্দুল হান্নান (৪৫), গাইবান্ধার আব্দুল হামিদ মন্ডল (৫৫), ঢাকার সাভার থানা এলাকার মফিজুল (৫৪) এবং বরগুনার মফিজুল ইসলাম (৭৫)।