প্রচ্ছদ ›› জাতীয়

ধানমন্ডি লেকে মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২২ ১১:৪৭:১৮ | আপডেট: ২ years আগে
ধানমন্ডি লেকে মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত মরদেহ

রাজধানীর ধানমন্ডি লেকপাড় থেকে মো. শাহাদাত হোসেন মজুমদার (৫১) নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করে ধানমন্ডি থানা পুলিশ।

নিহত শাহাদাত চাঁদপুরের হাজীগঞ্জের আব্দুল বারী মজুমদারের ছেলে।

জানা গেছে, কলাবাগান এলাকায় বসবাস করা শাহাদাত প্রতিদিনের মতো রাতে ধানমন্ডি লেকে হাঁটতে আসেন। শনিবার রাত থেকেই পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী।

তিনি বলেন, ধানমন্ডির রবীন্দ্র সরোবরে লেক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।