ঢাকার ধামরাইয়ে একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
শনিবার ভোর ৫টার দিকে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে বিসিক শিল্প নগরীর বাংলাদেশ এগ্রিকালচার লিমিটেড নামের একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগে।
ধামরাই, ডিইপিজেড, জিরাবো ও সাভার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার ভোর ৫টার দিকে চতুর্থ তলা ভবনের তৃতীয় তলায় প্যাকেজিং কারখানায় আগুন লাগে। আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।