বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) দায়িত্বে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি সদ্য অবসরে যাওয়া আইজিপি ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
এদিকে, র্যাব মহাপরিচালক পদে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পুলিশের এই দুই কর্মকর্তা নতুন দায়িত্ব গ্রহণ করবেন।