বাংলাদেশ ও স্কটল্যান্ড নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ করে উপকূলীয় বায়ু বিদ্যুতে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।
বৃহস্পতিবার মিশরের শার্ম আল শেখে কপ-২৭ এর সাইডলাইনে অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্কটিশ পরিবেশ ও ভূমি সংস্কার মন্ত্রী মাইরি ম্যাকঅ্যালানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই সম্মতি প্রকাশ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
দুই মন্ত্রী বাংলাদেশের জ্বালানীর খাতকে আরও বিস্তৃত করার জন্য উপকূলীয় বায়ু বিদ্যুৎ এবং হাইড্রোজেন ব্যবহারের সুযোগ উন্মুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ম্যাকঅ্যালান জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের কারণে ‘ক্ষয়ক্ষতি’র শিকারদের প্রতি স্কটল্যান্ডের সমর্থনের ওপর জোর দেন। অপরদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমস্যাটির ওপর গুরুত্বারোপ করেন।
ড. মোমেন ২০২১ সালের নভেম্বরে গ্লাসগোতে কপ২৬ আয়োজনের জন্য স্কটিশ সরকারকেও ধন্যবাদ জানান। বৈঠকে মিসরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।