প্রচ্ছদ ›› জাতীয়

নাটোরে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২২ ১২:১২:০৮ | আপডেট: ২ years আগে
নাটোরে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ১

নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে শক্তিশালী ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮টি ককটেল উদ্ধার ও এক বিএনপি কর্মীকে আটক করে।

পুলিশ জানায়, খবর পেয়ে ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে ৮টি শক্তিশালী বোমা (লাল স্কচটেপে মোড়ানো) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিএনপি কর্মী ওহাব মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ‘গতকাল রাত সাড়ে আটটার দিকে ৯৯৯ থেকে ফোন করে জানানো হয় ডাঙ্গাপাড়ায় বোমা বিস্ফোরিত হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে আটটি বোমা উদ্ধার করে। এর আগে আরও প্রায় ৫টি বোমা বিস্ফোরিত হওয়ার কথা জানায় স্থানীয়রা।’

এ সময় বিএনপি কর্মী ওহাব মণ্ডলকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ। আইনি প্রক্রিয়া চলছে বলেও জানায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ।