প্রচ্ছদ ›› জাতীয়

নারী ফুটবলারদের ডলার চুরির সত্যতা মেলেনি: বিমানবন্দর কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৬:১৩ | আপডেট: ২ years আগে
নারী ফুটবলারদের ডলার চুরির সত্যতা মেলেনি: বিমানবন্দর কর্তৃপক্ষ

সাফজয়ী নারী ফুটবলারদের লাগেজ থেকে ডলার-টাকা চুরির অভিযোগের সত্যতা মেলেনি বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, গত ২১ সেপ্টেম্বর দুপুর ১ টা ৪২ মিনিটে বিজি - ৩৭২ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় অবতরণ করে সাফ বিজয়ী বাংলাদেশ নারী দল। পরবর্তীতে দুই নারী ফুটবলারের ব্যাগ থেকে অর্থ চুরির অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের ভিত্তিতে বিমানের ল্যান্ডিং এরিয়া, ব্যাগেজ মেকআপ এরিয়ায় ট্রলির আগমন, ব্যাগেজ মেকআপ এরিয়ার প্রথম লাগেজ ড্রপ, বেল্ট নম্বর ৮-এ লাগেজ আসা, ব্যাগেজ মেকআপ এরিয়ায় সর্বশেষ লাগেজ আসা— এই পাঁচটি এরিয়ার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু লাগেজ ভাঙা, চুরি— এসবের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বাফুফে প্রটোকল প্রতিনিধি ও দুই জন টিম অফিসিয়াল সম্পূর্ণ অক্ষত অবস্থায় সব লাগেজ বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে এপিবিএনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘লাগেজ থেকে ডলার বা টাকা খোয়া গেছে এবিষয়ে আমাদেরকে কিছুই জানানো হয়নি। আমরা সংবাদ দেখে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে লাগেজ খুঁজতে ও প্রকৃত ঘটনা জানতে সহজ হবে।’

এদিকে বুধবার রাতে ছাদখোলা বাসে বাফুফে ভবনে এসে চুরির বিষয়টি খেয়াল করেছেন দুই নারী খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার।

বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানান, ‘কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে। তাদের ধারণা, বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।’