চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্স স্পিনিং মিল লিমিটেডের তুলার গুদামে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় লাগা আগুন ২৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। এখনও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি টিম কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট, সেনাবাহিনীর চারটি, নৌবাহিনীর চারটি, বিমানবাহিনীর দুইটি, বিজিবির চারটি ফায়ার ফাইটিং ইউনিটসহ ২৩ ইউনিটকে কাজ করতে হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রনে রয়েছে। এখন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি টিম কাজ করছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক আবদুল হালিম বলেন, ‘এমনিতে তুলা দাহ্য পদার্থ, তুলায় আগুন লাগলে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। তার ওপর পানির সংকট, পানির সংকুলান করতে তারা দুর্ঘটনাস্থলের আশপাশের অন্তত আধা কিলোমিটার দূরে থাকা দুটি পুকুর থেকে পানি আনছেন। পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগছে। এখন আগুনের তীব্রতা আগের থেকে অনেক কমেছে। তুলাগুলো গাইড বাধা তাই আগুন নিভতে সময় লাগছে।’
কুমিরা ফায়ার সার্ভিস কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, ‘এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এখন গাইডগুলো সরিয়ে ভিতরে পানি দেওয়া হচ্ছে।’