বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে আগামী ১৮ নভেম্বর বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। একইসঙ্গে তার বাংলাদেশে আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারিতে অংশগ্রহণের জন্য বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসার অনুমতি প্রদান করা হল। এই ডকুমেন্টারির শ্যুটিং সম্পন্ন করার জন্য আনুষ্ঠানিকতার প্রয়োজন হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শ্যুটিংয়ে অংশগ্রহণের জন্য বাংলাদেশে আগমনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
উইমেন লিডারশিপ কর্পোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এ অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
জানা গেছে, বাংলাদেশে অবস্থানকালে কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ ফুটবল বিশ্বকাপের থিম সংয়ে পারফর্ম করবেন নোরা ফাতেহী।
এর আগে নোরা ফাতেহিকে নিয়ে বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানের সম্মানি এবং অন্যান্য খরচ থেকে উৎসে কর প্রদান নিশ্চিতের কথা বলেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এর আগে সোমবার নোরা ফাতেহির বাংলাদেশ সফরের সম্মানি এবং অন্যান্য খরচ থেকে উৎসে কর প্রদান নিশ্চিত করতে স্বরাষ্ট্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্যদের অনুরোধ করে এনবিআর।
নোরা ফাতেহির বাংলাদেশ সফর নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে এনবিআর বলেছে, ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিতে বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে।
এনবিআর বলছে, বিদেশি শিল্পীদের বাংলাদেশের যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পারিশ্রমিক ছাড়াও অভিনেতা/অভিনেত্রী ও কলাকুশলীদের জন্য পরিশোধিত অন্যান্য সব খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের ওপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ৫৬ ধারার বিধান অনুযায়ী ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা আছে।