প্রচ্ছদ ›› জাতীয়

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৪২:৩২ | আপডেট: ১ year আগে
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মালিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ (৫ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, জনাব মালিক বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃত ছিলেন। একাধারে তিনি ছিলেন একজন সফল চিকিৎসক, খ্যাতনামা শিক্ষক এবং সমাজসেবক। মানবহিতৈষী কর্মকাণ্ডের জন্য তিনি নানাভাবে পুরস্কৃত এবং প্রশংসিত হয়েছেন। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

দেশে হৃদরোগ চিকিৎসায় অন্যতম পথিকৃৎ, আব্দুল মালিক ১৯২৯ সালের পয়লা ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন।

তার পরিবার জানিয়েছে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কার্যালয়সহ রাজধানীতে ৩ দফা জানাজার নামাজ শেষে বুধবার দক্ষিণ সুরমার পশ্চিমভাগ গ্রামে পারিবারিক কবরস্থানে ডাক্তার এ মালিককে দাফন করার কথা রয়েছে। তবে সময়সূচি পরে জানানো হবে।