প্রচ্ছদ ›› জাতীয়

পদ্মায় নৌকাডুবিতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২২ ২১:৩১:৩৩ | আপডেট: ২ years আগে
পদ্মায় নৌকাডুবিতে ২ নারীর মৃত্যু

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে পবা উপজেলার সোনাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই নারী হলেন সোনাইকান্দি গ্রামের মৃত আলম হোসেনের স্ত্রী রাশেদা বিবি (৪৫) এবং সুমন হোসেনের স্ত্রী আশিয়া বেগম ওরফে আসেনুর (৫০)।

পবার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল জানান, সোনাইকান্দি গ্রামের ১৫-২০ জন নারী-পুরুষ সকালে পদ্মার চরে খড় কাটতে গিয়েছিলেন। খড় নিয়ে বিকেলে তারা নদী পার হয়ে আসছিলেন। তখন নৌকার তলা ভেঙে নদীতে ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতার কেটে পাড়ে উঠলেও দুই নারী তলিয়ে যান। পরে কয়েক কিলোমিটার দূরে রাজশাহী মহানগরীর দরগাপাড়া ও শ্রীরামপুর এলাকায় তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। সন্ধ্যায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী মহানগর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, নৌ পুলিশ নৌকাডুবির খবর পায়নি। স্থানীয় লোকজন এবং আত্মীয়-স্বজনেরাই পদ্মা নদী থেকে লাশ দুটি উদ্ধার করেছে। তবে খবর পেয়ে একজন পুলিশ কর্মকর্তাকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।