প্রচ্ছদ ›› জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধনীতে থাকছে জমকালো আয়োজন

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২২ ১৪:৫৬:০৩ | আপডেট: ৩ years আগে
পদ্মা সেতুর উদ্বোধনীতে থাকছে জমকালো আয়োজন

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনীতে জমকালো আয়োজন আর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, “২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন লাখো নেতাকর্মী ও জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে জনসভা। সেই সাথে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও।”

বুধবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

উদ্বোধনের দিন কী কী আয়োজন থাকছে, সে সম্পর্কে তিনি আরও বলেন, “২৫ জুন সকাল ১০টায় জাজিরা প্রান্ত থেকে রাষ্ট্রীয় আয়োজনের অংশ হিসেবে সেতুর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ১১টায় মাওয়া প্রান্তে হবে আওয়ামী লীগের জনসভা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হবে লাখো মানুষ। তারা উপভোগ করবেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।”