প্রচ্ছদ ›› জাতীয়

পদ্মা সেতুর মাওয়াপ্রান্ত মোটরসাইকেলের দীর্ঘ জট

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৩ ০৯:১৮:৩৮ | আপডেট: ২ years আগে
পদ্মা সেতুর মাওয়াপ্রান্ত মোটরসাইকেলের দীর্ঘ জট

বাইক চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে পদ্মা সেতু। ঈদ সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে মুন্সিগঞ্জের মাওয়াপ্রান্ত দিয়ে শুরু হয় মোটরসাইকেল চলাচল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই চাপ ছিল মোটরসাইকেলের। অতিরিক্ত মোটরসাইকেলের চাপে প্রথম দিনেরই হিমশিম খেতে হয়েছে টোল কর্তৃপক্ষকে।

গত বছরের ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর মোটরসাইকেল নিয়ে পারাপারের সুযোগ মিলেছিল। কিন্তু শুরুতেই এক দুর্ঘটনায় দুইজন মারা যাওয়ার পর বন্ধ হয়ে যায় সেই সুযোগ। এ নিয়ে দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল চালকরা আন্দোলন করেছেন, নানাভাবে দাবি-দাওয়া তুলে ধরেছেন। কিন্তু সরকারের মন গলেনি। তবে এবার গতি নির্ধারণ করে দিয়ে পরীক্ষামূলকভাবে ঈদের আগে সেতু দিয়ে মোটরসাইকেল চালানোর সুযোগ দিলো সরকার।