মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দীর্ঘ কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর থেকে জেলার লৌহজং পদ্মা সেতু টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সংশ্লিষ্টদের দাবি, টানা তিনদিন সরকারি ছুটি হওয়ায় দক্ষিণবঙ্গের বাসিন্দারা ঢাকা ছাড়ছেন। যে কারণে এক্সপ্রেসওয়ে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘বিকেল সাড়ে ৩টার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে কোনো যানজট নেই।’
কয়েকদিনের ছুটির কারণে ভোর থেকে পদ্মা সেতু পারাপারে যানবাহনের চাপ ছিল বলে জানান তিনি।