প্রচ্ছদ ›› জাতীয়

পবিত্র আশুরা ৯ আগস্ট

ইউএনবি
২৯ জুলাই ২০২২ ২১:২৩:০১ | আপডেট: ৩ years আগে
পবিত্র আশুরা ৯ আগস্ট

দেশের আকাশে শুক্রবার পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ৩০ জুলাই পবিত্র যিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩১ জুলাই থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৯ আগস্ট পবিত্র আশুরা পালিত হবে।

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররমস্থ জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারি জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায় নি। ফলে আগামীকাল ৩০ জুলাই (শনিবার) পবিত্র যিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩১ জুলাই (রবিবার) থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। সে প্রেক্ষিতে, আগামী ৯ আগস্ট (মঙ্গলবার) সারা দেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।