প্রচ্ছদ ›› জাতীয়

পাগলা মসজিদের দানবাক্সে ২৩ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের গয়না

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৩ ১১:০৬:৫৯ | আপডেট: ২ years আগে
পাগলা মসজিদের দানবাক্সে ২৩ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের গয়না

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স থেকে ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। একই সঙ্গে পাওয়া গেছেনিজস্ব প্রতিবেদক বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের গয়না। শনিবার সকালে মসজিদের আটটি দানবাক্স খোলা হয়। এখন চলছে গণনার কাজ। গণনায় প্রায় ২০০ জনের একটি দল অংশ নিয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ মে মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৯ বস্তায় ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা এবং বৈদেশিক মুদ্রা, স্বর্ণের গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। এ ছাড়া চলতি বছরের ৭ জানুয়ারি ৩ মাস ১ দিন পর দানবাক্স খোলা হয়েছিল। ২০টি বস্তায় তখন ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা এবং বৈদেশিক মুদ্রা, স্বর্ণের গয়না ও হীরা পাওয়া যায়।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দান দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সগুলো খুলে ২৩টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয়। সেখানে টাকা গণনার কাজ শুরু হয়।