প্রচ্ছদ ›› জাতীয়

পিপিপি’র মাধ্যমে সরকারি জলমহাল ইজারার কোনো সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২২ ১৯:০৭:৫৪ | আপডেট: ২ years আগে
পিপিপি’র মাধ্যমে সরকারি জলমহাল ইজারার কোনো সুযোগ নেই
সংগৃহীত

বিদ্যমান পিপিপি আইনের সাথে সাংঘর্ষিক হওয়ায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় সরকারি জলমহাল ইজারা প্রদানের কোনো সুযোগ নেই। বর্তমানে কেবল অনলাইনে জলমহাল ইজারার জন্য আবেদন দাখিল করার মাধ্যমেই প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি জলমহাল ইজারা পেতে পারে।

সম্প্রতি এক আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়।

বলা হয়, ‘বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫’-এর ধারা ২(১২) অনুযায়ী ‘সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯’-এর ২৮ অনুচ্ছেদ-এর আওতায় মৎস্যজীবী সমবায় সমিতির সাথে সমঝোতা স্মারকের মাধ্যমে কোনও জলমহাল ইজারা প্রদানের সুযোগ নেই।