কক্সবাজারের মহেশখালীতে একই সময়ে একই পুকুরে পড়ে দুই শিশু মারা গেছে।
শুক্রবার দুপুর ২টার দিকে মহেশখালী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া গ্রামে।
নিহত শিশুরা হলো ঘোনাপাড়া গ্রামের রিয়াজুল করিমের মেয়ে তাহলিছা (৩) ও একই গ্রামের প্রতিবেশী শফিউল আলমের মেয়ে আলিফা (৪)।
এলাকাবাসীরা জানান, আজ দুপুরে রিয়াজুল করিম ও শফিউল আলমের দুই মেয়ে বাড়ির সবার অগোচরে পার্শ্ববর্তী মীর কাসেমের বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে তাহলিছার মা ও আলিফার মা তাদের দেখতে না পেয়ে খোঁজা শুরু করে। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মৃত দেহ পাওয়া যায়।
মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশু দুটিকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগেই শিশু দুটি মারা গেছে।’