প্রচ্ছদ ›› জাতীয়

পূজা: গোপালগঞ্জে ৬৪০ টন চাল বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৩:৪৬ | আপডেট: ২ years আগে
পূজা: গোপালগঞ্জে ৬৪০ টন চাল বরাদ্দ

গোপালগঞ্জে শারদীয় দুর্গোৎসবে ৬৪০ মেট্রিক টন বরাদ্দ করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সনচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য সরকার এ বরাদ্দ প্রদান করেছে।

পূজা মন্ডপ প্রতি ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। মন্দির কমিটির সভাপতি বা সম্পাদক এ চাল উত্তোলন করে মন্দিরে আগত ভক্তদের প্রসাদের আয়োজন করবেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ৩৪০ টি পূজা মন্ডপের জন্য ১৭০ মেট্রিক টন চাল, কাশিয়ানী উপজেলার ২৩৩ টি পূজা মন্ডপের জন্য ১১৬.৫০ মেট্রিক টন চাল, কোটালীপাড়া উপজেলার ৩১৫ টি পূজা মন্ডপের জন্য ১৫৭.৫০ মেট্রিক টন চাল, মুকসুদপুর উপজেলার ২৯৮টি পূজা মন্ডপের জন্য ১৪৯ মেট্রিক টন চাল ও টুঙ্গিপাড়া উপজেলার ৯৪ টি মন্ডপের জন্য ৪৭ মেট্রিক টন চাল সরকার বরাদ্দ করেছে।

তিনি বলেন, ইতিমধ্যে আমরা ৫ উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের কাছে মন্ডপের তালিকা পাঠিয়েছি। মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা এখনই পূজার চাল উত্তোলন করতে পারবেন। পূজা শুরুর আগেই আমরা চাল বিতরণ কার্যক্রম সমাপ্ত করব।

কাশিয়ানী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মিরান হোসেন মিয়া বলেন, আমরা আগামী কাল বুধবার থেকে চাল বিতরণ শুরু করব। পূজা শুরুর আগেই এ কাজ আমরা সমাপ্ত করব।

গোপালগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসিত কুমার মল্লিক বলেন, শারদীয় দুর্গোৎসব উদযাপনে সরকার প্রতি বছর চাল বরাদ্দ দিয়ে আসছে।

এ বছর সরকার গোপালগঞ্জে ৬৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। এ চাল দিয়ে মন্দিরে আগত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। পূজার ৫ দিনের প্রসাদের আয়োজন এ চাল দিয়েই করা হয়।

পূজায় এ সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানাই। আমরা এ বছর সরকারি বিধি নিষেধ মেনে উৎসব মুখর পরিবেশ পূজা উদযাপন করব। সূত্র: বাসস।