প্রচ্ছদ ›› জাতীয়

পূর্ণ সচিব হলেন গোলাম সারওয়ার

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২২ ২১:০৩:৩৮ | আপডেট: ৩ years আগে
পূর্ণ সচিব হলেন গোলাম সারওয়ার
সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পূর্ণ সচিব হলেন মো. গোলাম সারওয়ার।

বুধবার আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে মো. গোলাম সারওয়ারকে পদায়ন করা হলো।

গোলাম সারওয়ার ২০১৯ সালের ০৮ আগস্ট থেকে আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে আইন ও বিচার বিভাগে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে তিনিই জ্যেষ্ঠ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ০৭ আগস্ট আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় মো. গোলাম সারওয়ারকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়।