প্রচ্ছদ ›› জাতীয়

পোশাকশ্রমিকদের রেশন দেয়া উচিত: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩১:৩৬ | আপডেট: ২ years আগে
পোশাকশ্রমিকদের রেশন দেয়া উচিত: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি)

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘পোশাকশ্রমিকদের জন্য একটা মজুরি বোর্ড গঠনের দাবি উঠেছে। সেটার সঙ্গে আমি একমত। পাশাপাশি শ্রমিকদের রেশন দেয়া উচিত, যাতে এই কষ্টের সময়ে তারা চলতে পারেন। এ বিষয়ে আমি খাদ্য মন্ত্রণালয়ে কথা বলে শীঘ্রই এটি বাস্তবায়নের চেষ্টা করব।’

শুক্রবার ‘জীবন-যাপন উপযোগী মজুরি, নিরাপদ কর্মস্থল ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘পোশাকশিল্পের সঙ্গে জড়িত রয়েছি ৪০ বছর হয়ে গেল। বলা হয়ে থাকে শ্রমিকের ঘামের দাম, শহীদের রক্তের চেয়েও পবিত্র। শ্রমিকদের বেতন, জীবনযাপনের খরচ নিয়ে আপনারা যে দাবি তুলেছেন, এটা অত্যন্ত যৌক্তিক। আমি এর সঙ্গে একমত। আপনারা যে বেতন পান, তা দিয়ে সত্যিকার অর্থেই জীবনযাপন করা কঠিন।’

করোনা ভাইরাস ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্বজুড়েই বেড়েছে জিনিসপত্রের দাম। কাজেই কোন দাবি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, সেটা নিয়ে গবেষণা করা দরকার বলে মন্তব্য করেন টিপু মুনশী।

শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের বিষয়ে তিনি বলেন, ‘আপনাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। কিন্তু মনে রাখতে হবে, যে ফ্যাক্টরিতে কাজ করেন সেটি আপনাদের অন্ন দেয়। যেকোনো প্রতিষ্ঠানে দুটি চাকা থাকে, শ্রমিক ও মালিক। আবার ফ্যাক্টরির মালিকদেরও আপনাদের প্রয়োজন। তাই দুজনকেই যৌক্তিকভাবে নিজ দরকারে কাজ করে যেতে হবে।’

শ্রমিক নেতাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অনেক শ্রমিক নেতা আছেন সভাপতি হওয়ার পর কাজ করতে চান না। এটা ঠিক নয়। তাদের শ্রমিকদের অধিকার আদায়ে আরও আন্তরিক হতে হবে। শ্রমিকদের জন্য কাজ করতে হবে। নেতা হওয়া মানে ঘুরে বেড়ানো নয়।’

এর আগে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য শামসুন নাহার, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়দা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল ইসলাম।