নরসিংদীর শিবপুরে নিখোঁজ হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর প্রতিবেশীর ঘরের আলমারির ভেতর থেকে সায়মা আক্তার নামে (৮) এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার জয়নগর বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সায়মা আক্তার জয়নগর বাজার এলাকার মুন্সীবাড়ির সারোয়ার জাহানের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী জানান, দুপুর ১টার পর থেকে সায়মা আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেলে শিশুটিকে খুঁজে পেতে মাইকিং করে তার পরিবারের সদস্যরা। এতেও কোনো খোঁজ না হলে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানায় শিশুটির পরিবার। পুলিশ এসে পরিবারের সদস্যদের সহযোগিতায় প্রতিবেশী হানিফ মিয়ার বাড়িতে খোঁজ করে। ওই সময় তার ঘরে থাকা একটি কাঠের আলমারির ভেতরে বস্তাবন্দি অবস্থায় শিশু সায়মার মরদেহ পাওয়া যায়।
জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, হানিফ মিয়া ও তার স্ত্রী শেলি আক্তারকে আটক করা হয়েছে। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।