প্রচ্ছদ ›› জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট ২০২২ ১৫:৩২:৩৮ | আপডেট: ৩ years আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার গণভবনে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা কমিটির নিয়মিত বৈঠকে স্মৃতি জাদুঘরের বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি আগের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়।

বৈঠকে উপ-কমিটির প্রতিবেদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় শেখ কবির হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, নূর-ই-আলম চৌধুরী, শেখ হেলাল উদ্দিন, ফরিদা শেখ, অ্যাডভোকেট আনিসুল হক, শাহানা ইয়াসমিন শম্পা, মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক ও রবিউল হাসান অভিসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান এবং ট্রাস্টের কন্ট্রোলার অব অ্যাকাউন্টস সিদ্দিক হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।