প্রচ্ছদ ›› জাতীয়

প্রবীণ জনগোষ্ঠী নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের গবেষণা

নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২২ ২০:০৯:৩৫ | আপডেট: ২ years আগে
প্রবীণ জনগোষ্ঠী নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের গবেষণা

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) হিউম্যান রাইটস প্রোগ্রামের সহায়তায় বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি গবেষণা চালানো হয়েছে। গবেষণাটি পরিচালনা করেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রবীণ অধিকারবিষয়ক থিমেটিক কমিটি।

শনিবার গণমাধ্যমে পাঠানো জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণাপত্রটি প্রস্তুত করেছেন ইউএনডিপিতে নিযুক্ত জাতীয় পরামর্শক শাহিনুর রহমান।

এ গবেষণায় মূলত প্রবীণ জনগোষ্ঠীকেন্দ্রিক সেবাসুবিধাগুলোর সঠিক ব্যবস্থাপনা ও বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর সার্বিক জীবনমান উন্নয়নে মানবাধিকারের দৃষ্টিভঙ্গিতে পর্যালোচনার বিষয়টি উঠে এসেছে।