প্রচ্ছদ ›› জাতীয়

প্রাইভেটকারে গার্ডার: দোষীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২২ ১৪:২৭:০৯ | আপডেট: ৩ years আগে
প্রাইভেটকারে গার্ডার: দোষীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা | পুরনো ছবি

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

গতকাল সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে পড়ে বিআরটি প্রকল্পের গার্ডারে ওই প্রাইভেটকার চাপা পড়ে।

আরও পড়ুন- গার্ডারের চাপায় স্বজন হারিয়ে বেঁচে রইলেন নবদম্পতি

এরপর এক্সক্যাভেটর দিয়ে গার্ডারটি সরানো হয় এবং প্রাইভেটকারটি থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, কাউলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আশুলিয়া যাচ্ছিলেন। কিন্তু, পথে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ৫ জন হলেন-হৃদয়ের বাবা মো. রুবেল মিয়া (৬০), রিয়া মনির মা মোছা. ফাহিমা (৩৭), খালা ঝর্ণা বেগম (২৬) এবং খালাতো ভাইবোন জান্নাতুল (৬) ও মো. জাকারিয়া (৪)। রুবেল মিয়া গাড়িটি চালাচ্ছিলেন।