প্রচ্ছদ ›› জাতীয়

ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৩ ১২:৩৩:৪৩ | আপডেট: ২ years আগে
ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭
দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স।

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে বরিশালগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি রেলিংয়ে ধাক্কা লেগে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে পুড়ে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের সব যাত্রী মারা যান। তবে এ ঘটনায় চালক প্রাণে বেঁচে গেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে এ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সে সম্ভবত পাঁচ থেকে সাত-আটজন ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। রেলিংয়ে ধাক্কা লেগে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ড্রাইভার বাদে সকলেই পুড়ে অঙ্গার হয়ে যায়।

দুর্ঘটনার পর ওই এক্সপ্রেসওয়ে যান চলাচল বন্ধ রয়েছে বলেও জানান ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।