ফেনী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাতে ফেনী-সোনাগাজী সড়কে উপজেলার গোবিন্দপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন (৫০) সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর বদরপুর গ্রামের শফি উল্যাহর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলাল সিএনজিচালিত অটোরিকশার চালকের পাশে বসে যাচ্ছিলেন। খানাখন্দে অটোরিকশাটি কাঁত হলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পিছন থেকে আরেকটি অটোরিকশা এসে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় বেলালকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।