প্রায় ছয়মাস পর আবারও সিম বিক্রির অনুমতি পেল দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন (জিপি)।
সোমবার রাতে অপারেটরটিকে সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পাঠায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার।
তিনি বলেন, ‘আমরা সিম কার্ড বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বিটিআরসি থেকে একটি চিঠি পেয়েছি।’
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘মানসম্মত সেবা নিশ্চিতে যে কয়েকটি শর্ত ছিল গ্রামীণফোন তার সবকটি পূরণ করেছে। সেজন্যই তাদের এই সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।’
এর আগে গত ২৯ জুন সরকার নিম্নমানের সেবার কারণে সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং সেবার মান বাড়াতে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস সময় দেয়। কলড্রপ, কথা শুনতে না পাওয়া, ইন্টারনেটে ধীরগতিসহ সেবার মান নিয়ে নানা প্রশ্ন তুলে গতবছরের জুনে গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।