প্রচ্ছদ ›› জাতীয়

ফ্লোর প্রাইস কার্যকরের দিন পুঁজিবাজারে উত্থান

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২২ ১৫:২৫:৩৬ | আপডেট: ৩ years আগে
ফ্লোর প্রাইস কার্যকরের দিন পুঁজিবাজারে উত্থান

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে অব্যাহত পতন ঠেকাতে বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্লোর প্রাইস নির্ধারণ করে নির্দেশনা জারি করে।

রোববার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫৩.৪৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৩৩.৬৬ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। আজ ডিএসইতে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৬ কোটি ১৮ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৪৪১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩১.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩৯.৪৭ পয়েন্টে।

ডিএসই ৩০ সূচকটি ৪৮.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৩.৫৭ পয়েন্টে।

আজ নন ব্যাকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের শতভাগ কোম্পানির দাম কমেছে।

রোববার ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬২ টির, কমেছে ৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির।