প্রচ্ছদ ›› জাতীয়

বগি লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩ ০৮:৪৮:১১ | আপডেট: ১ year আগে
বগি লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার বেতর এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘারিন্দা রেলস্টেশন মাস্টার নাজমুল হুদা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার সময় বেতর এলাকায় বিকট শব্দে ‘রংপুর এক্সপ্রেস’ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।