প্রচ্ছদ ›› জাতীয়

বগুড়ায় ট্রাক চাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২২ ১৫:৫৪:৫৪ | আপডেট: ২ years আগে
বগুড়ায় ট্রাক চাপায় শিশু নিহত

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় এক শিশু নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের মহিপুর ডেইরি ফার্ম এর সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত শিশুর নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন পারভিন আক্তার (৩০) ও ওমর ফারুক (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিশু, পারভিন ও ওমর ফারুক গাড়িদহ স্ট্যান্ড থেকে মহিপুর বাজারে ভ্যানে যাচ্ছিলেন। এ সময় ডেইরি ফার্মের সামনে পৌঁছালে বগুড়াগামী একটি অজ্ঞাত নামা ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন জানান, ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। শিশুটির মরদেহ পুলিশ হেফাজতে রযেছে।