প্রচ্ছদ ›› জাতীয়

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২২ ১৮:১১:০৯ | আপডেট: ৩ years আগে
বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী হানিফ বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রয়েছেন।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও চালক। তবে এ ঘটনায় হতাহতদের কারও নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন জানান, বগুড়া থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস ঢাকায় যাচ্ছিল। আর অটোরিকশাটি শেরপুরে আসছিল। পথে হামছায়াপুর এলাকায় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও যাত্রীসহ ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক যাত্রী মারা যান। পরে বাকি পাঁচ আহতদের শজিমেক হাসপাতালে পাঠানো হয়। আর নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো ব্যবস্থা করা হয়। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষ মারা যান।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম বলেন, শেরপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা গেছেন। আর শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। আহতরা সবাই গুরুতর অবস্থায় রয়েছেন, তাই কারও নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বানিউল আনাম আরও বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক-সহকারী পালিয়ে গেছেন। তবে পুলিশ বাসটি আটক করেছে।