ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় বুধবার সকাল থেকেই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ।
রাজধানীর অন্যতম প্রবেশদ্বার প্রথম বুড়িগঙ্গা সেতু (পোস্তগোলা) ও দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু (বাবুবাজার)। এ দুই সেতু দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় ২১ জেলার মানুষ যাতায়াত করে। সেতু দুটি দিয়ে রাজধানী ঢাকা থেকে বের হলেই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানী থেকে বের হতে কিছুটা যানজটের সৃষ্টি হয় বাবুবাজার ব্রিজের দক্ষিণপ্রান্তে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর ও চুনকুটিয়া সড়কে। কদমতলী এলাকায় সড়কের দু’পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানের ফলে রাস্তা সরু হয়ে যাওয়ায় যানজট তৈরি হয়েছে।
এদিকে, দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে স্বাভাবিক সময়ের চেয়ে গাড়ির চাপ বাড়লেও সেখানে কোনো যানজট দেখা যায়নি।
ঢাকা জেলা ট্রাফিক (দক্ষিণ) বিভাগের কেরানীগঞ্জ সার্কেলের ইন্সপেক্টর পিযুষ কুমার মালো বলেন, ‘ঈদ উপলক্ষে রাস্তায় বাড়তি গাড়ির চাপ রয়েছে। তবে রাস্তায় যানজট নিরসনে আমরা প্রতিনিয়ত কাজ করছি, যাতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কোনো ধরনের ভোগান্তি না হয়।’