পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে ধাক্কা দেওয়া এমভি জামান-২ নামে বালুবোঝাই সেই কার্গো জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাগেরহাটের মোংলা থেকে এমভি জামান-২ নামে কার্গোটি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেতুর প্রকল্প ব্যবস্থাপক মাসুদ মাহমুদ সুমন।
তিনি বলেন, সেতুর প্রতিটি পিলারের মাঝে ৩০০ ফুট গ্যাপ থাকা সত্ত্বেও এ দুর্ঘটনার কারণ হতে পারে অদক্ষ চালক ও দায়িত্বহীনতার অভাব।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় জাহাজের সুকানি ও মাস্টারকে আসামি করে মামলা করেছেন জেলা সওজের সার্ভেয়ার প্রজিত হালদার।
এর আগে সোমবার রাত ১০টার দিকে সেতুটির পিলারে এমভি জামান-২ নামে বালুবোঝাই একটি কার্গো ধাক্কা দেয়।
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শেখ নাবিল হোসেন বলেন, আমরা সেতুর পিলারটি পর্যবেক্ষণ করেছি। মূল সেতুর পিলারে কোনো ক্ষতি হয়নি। তবে বাইরের সুরক্ষা প্রলেপ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।