প্রচ্ছদ ›› জাতীয়

বঙ্গোপসাগরে নৌকাডুবি, নিখোঁজ ২ জেলে

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২২ ১৭:১৯:৪৫ | আপডেট: ৩ years আগে
বঙ্গোপসাগরে নৌকাডুবি, নিখোঁজ ২ জেলে
পুরনো ছবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে লাইটার জাহাজের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকার মৃত ছৈয়দ নুরের ছেলে মো. হারুন (৪০) এবং কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উজানটিয়ার বাসিন্দা মো. রশিদ(৩৫)।

বুধবার বার আউলিয়া নৌপুলিশের ইনচার্জ নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার সকালে ছয় জেলে ছোট নৌকায় মাছ ধরতে সাগরে যায়। মঙ্গলবার মধ্যরাতে তারা ফেরার সময় একটি লাইটার জাহাজের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও হারুন ও রশিদ নিখোঁজ ছিলেন।

এ দিকে নৌপুলিশ, কোস্টগার্ড ও স্থানীয়রা নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।