প্রচ্ছদ ›› জাতীয়

বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি, ২ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারি ২০২২ ১১:৫১:১৫ | আপডেট: ২ years আগে
বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি, ২ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুবলার চরের ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রাত থেকে দুই জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকের আকস্মিক ঝড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে আটটি বড় ফিশিং ট্রলার ও বঙ্গোপসাগরের ৬ নম্বর বয়া এলাকায় ১০টি মাঝারি ফিশিং ট্রলার ডুবে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায়।

তিনি জানান, নিখোঁজ জেলে ও ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে আজ শনিবার সকাল থেকে সাগরে অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও বনবিভাগ। সেইসঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে দুবলার চরের প্রায় একশ’টি ট্রলার দিয়েও।

প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, সাগরে ডুবে যাওয়া ১৮টি ট্রলারই দুবলার চরের। তবে নিখোঁজ দুই জেলের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে, গত রাতে ঝড়বৃষ্টিতে দুবলার চরের প্রায় ২ কোটি টাকার শুটকির ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা।