প্রচ্ছদ ›› জাতীয়

বজ্রপাতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২২ ২১:০৭:৩৪ | আপডেট: ২ years আগে
বজ্রপাতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ভোলার তজুমদ্দিনে বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক কুঞ্জেরহাট ও শিবপুর খাশেরহাট বাজারে আল আরাফা ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ছিলেন।

আহতদের নাম হানিফ ও মঞ্জু। 

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার নিশ্চিত করেছেন।

ওসি জানান, শুক্রবার দুপুরে আব্দুর রাজ্জাক লোকজন নিয়ে তার সুপারি বাগানে সুপারি পারছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। ওই সময় বজ্রপাতে তিনজন আহত হন। এর মধ্যে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হলে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।