প্রচ্ছদ ›› জাতীয়

বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা করবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২২ ০৯:২৩:৫৮ | আপডেট: ৩ years আগে
বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা করবে এডিবি
পুরনো ছবি

সাম্প্রতিক সিলেটসহ সারা দেশে বন্যায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং এ আশ্বাস দেন।

বৈঠকে মন্ত্রী কান্ট্রি ডিরেক্টরকে বন্যায় সড়ক, সেতু, কালভার্ট, পানি ও স্যানিটেশন ব্যবস্থাসহ ক্ষয়ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে সরকারের গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো, পানি সম্পদ, কৃষি, শিক্ষা, পরিবহন, জ্বালানিসহ বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে এডিবি। এ সময় বন্যা কবলিত এলাকায় পুনর্বাসন কর্মসূচিতে সরকারের সঙ্গে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য এডিবিকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে গিনটিং বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।