প্রচ্ছদ ›› জাতীয়

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৯

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২২ ২০:৫৯:১৬ | আপডেট: ৩ years আগে
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৯
সংগৃহীত

বন্যায় রোববার সকাল পর্যন্ত গত একদিনে আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে সারাদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৯ জনে দাঁড়িয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুসারে, সর্বশেষ মৃত্যু বন্যার পানিতে ডুবে হয়েছে। ১৭ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে প্রায় ২৩ হাজার ৭৯৮ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোট মৃতের মধ্যে বন্যার পানিতে ডুবে ১০১ জন, বজ্রপাতে ১৬ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে নয়জন মারা গেছেন।

নিহতদের মধ্যে সিলেটে ৭৩ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।