প্রচ্ছদ ›› জাতীয়

বরিশালে এবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২২ ১৪:৩৮:০৩ | আপডেট: ২ years আগে
বরিশালে এবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
বরিশালে বিএনপির সমাবেশ

বরিশালে বিএনপির সমাবেশকে ঘিরে ডাকা হয়েছে একের পর এক পরিবহন ধর্মঘট। এর মধ্যেই অনিবার্য কারণে মুঠোফোন ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন মিডিয়া কর্মীরা। সমাবেশ কাভার করতে যারা বরিশালে অবস্থান করছেন তারা ঢাকায় সংবাদ প্রেরণের জন্য ছুটছেন নানা প্রান্তে।

শনিবার সকাল ৯টার পর থেকে বরিশালে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আজিম হোসেন সুহাদ জানান, তিনি সকাল থেকেই মুঠোফোনে ডাটার মাধ্যমে ইন্টারনেট পাচ্ছেন না। তবে বাসায় ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট পাচ্ছেন।

মুঠোফোন নেটওয়ার্ক সেবা প্রদানকারী একটি কম্পানির বরিশাল বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ‘অনিবার্য কারণবশত আমাদের সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। সাময়িক এই অসুবিধার কারণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।’

এদিকে, বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশের আগেই লঞ্চ, বাস, তিন চাকার অটো, নৌকা সব বন্ধ করে সারা দেশের সাথে বরিশালের যোগাযোগ আগেই বন্ধ করে দেওয়া হয়। এখন ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় পুরো বিশ্বের সঙ্গে বরিশাল এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।