প্রচ্ছদ ›› জাতীয়

শাহজালালে বরিশাল থেকে আসা বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৩ ১৭:৩৭:১০ | আপডেট: ২ years আগে
 শাহজালালে বরিশাল থেকে আসা বিমানের জরুরি অবতরণ

বরিশাল থেকে আসা একটি ক্যালিব্রেশন ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

রোববার বিকেলে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানান, জরুরি অবতরণের খবর পেয়ে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। তবে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। কী কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র জানায়, ক্যালিব্রেশন ফ্লাইটে মূলত যাত্রী বহন করা হয় না। বরং যাত্রী বহনের আগে কোনো বিমান উড্ডয়ন অবস্থায় যন্ত্রপাতি ঠিকঠাকমতো কাজ করছে কি না তা পরীক্ষা করা হয়।