প্রচ্ছদ ›› জাতীয়

বাংলাদেশিসহ শ্রমিকদের মজুরি বাড়াচ্ছে মালয়েশিয়া

টিবিপি ডেস্ক
০২ মে ২০২৩ ১৬:০৮:৪৫ | আপডেট: ২ years আগে
বাংলাদেশিসহ শ্রমিকদের মজুরি বাড়াচ্ছে মালয়েশিয়া

শ্রমিকদের কল্যাণ সুরক্ষিত করতে আরেক ধাপ ন্যূনতম মজুরি বাস্তবায়নের দিকে নজর দিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার শ্রমিক দিবসের অনুষ্ঠানে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী শিবকুমার সাংবাদিকদের এ খবর জানান। দেশটির স্থানীয় গণমাধ্যম মালয় মেইল তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ায় বর্তমানে একজন শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি মাত্র ১ হাজার ৫০০ রিঙ্গিত। গতবছরের মে মাসে এই মজুরি নির্ধারণ করে তৎকালীন সরকার। যা বর্তমান শ্রমবাজারের সঙ্গে অসামঞ্জস্য।

মন্ত্রী আরও বলেন, ‘অবশ্যই কর্মীদের মজুরি তাদের দক্ষতা এবং জ্ঞানের সঙ্গে সামঞ্জস্য হতে হবে। আশা করছি শীঘ্রই মন্ত্রীসভার বৈঠকে শ্রমিকদের এ মজুরি নির্ধারণের বিষয়টি নতুন করে তুলে ধরা হবে।’

এ দিকে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ন্যূনতম মজুরি বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত সমাধান পেতে মন্ত্রীসভার বৈঠকে আলোচনা করা হবে। এছাড়া মালয়েশিয়ার ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং কংগ্রেস অব ইউনিয়ন অব এমপ্লয়িজ ইন পাবলিক অ্যান্ড সিভিল সার্ভিসেসের ব্যবস্থাকে উন্নত করতে এক মিলিয়ন রিঙ্গিত অতিরিক্ত বরাদ্দের ঘোষণা করা হবে।

মানবসম্পদমন্ত্রী শিবকুমার বলেন, নতুন এই বরাদ্দ উভয় সংস্থাকে মালয়েশিয়ার শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করতে সহায়তা করবে।

কংগ্রেস অফ ইউনিয়ন অফ এমপ্লয়িজ ইন পাবলিক অ্যান্ড সিভিল সার্ভিসেসের সভাপতি দাতুক আদনান মাত বলেন, এক মিলিয়ন রিঙ্গিত অতিরিক্ত বরাদ্দের জন্য সরকারকে ধন্যবাদ জানাই।

এমটিইউসির সভাপতি মোহম্মদ আফান্দি আব্দুল গনি বলেন, ন্যূনতম মজুরি বাস্তবায়নে সব পক্ষের সঙ্গে আলোচনা করা উচিত। যেনো জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে এটি বাড়ানো হয়। তাই সরকারকে অবশ্যই এই ন্যূনতম মজুরি বাস্তবায়নের ওপর জোর দিতে হবে।

এ দিকে, মালয়েশিয়ায় মজুরি বাড়ার খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করেছে খুশির আমেজ।