প্রচ্ছদ ›› জাতীয়

বাংলাদেশের উন্নতি কত দ্রুত করা যায় সরকার সে লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৩ ১৪:৩২:২৩ | আপডেট: ২ years আগে
বাংলাদেশের উন্নতি কত দ্রুত করা যায় সরকার সে লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নতি কত দ্রুত করা যায়, সরকার সে লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে।

বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে। এর ফল এখন জনগণ দেখছে। দেশের মানুষ এখন বিশ্বের যেখানেই যায় মাথা উঁচু করে চলতে পারছে।’

তিনি বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন শুরু হবে ২০২৬ সালে। সে জন্য আমাদের আরও কঠোরভাবে পরিশ্রম করতে হবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ও স্যাংশনের কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। প্রতিটি কাজে বাধা পাওয়া যাচ্ছে। প্রয়োজনীয় জিনিস সময়মত পাওয়া যাচ্ছে না। অর্থনীতির উপর বড় চাপ পড়ছে। তারপরেও অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অর্থনীতি অনেক গতিশীল। উন্নয়নের কর্মধারাও অব্যাহত আছে।’

সরকারপ্রধান বলেন, ‘সচিবদের কর্মদক্ষতায় অর্থনৈতিক চাপ সত্ত্বেও দেশ পরিচালনায় গতিশীলতা ধরে রাখা সম্ভব হয়েছে। সব ধরনের দুর্যোগ মোকাবিলা করেই দেশ এগিয়ে যাবে। আর যেন এ দেশটি পিছিয়ে না পড়ে, সেদিকে খেয়াল রেখে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। আমার সঙ্গে যেন মন্ত্রণালয়গুলোর যোগাযোগ থাকে, সে চিন্তা থেকে এ পদ্ধতি নেওয়া। আপনারা (সচিব) অনেক পরিশ্রম করছেন, তার ফল পাচ্ছেন।’

তিনি বলেন, ‘আমাদের ভৌগোলিক সীমাবদ্ধতা আছে। দেশের জনসংখ্যাও অনেক বেশি। আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে এগিয়ে গেলে অসাধ্য সাধন করা যায়। আমাদের লক্ষ্য ২০৪১-এর মধ্যে উন্নত বাংলাদেশ গড়া। সে লক্ষ্যেই এখন এগিয়ে যেতে হবে।’