প্রচ্ছদ ›› জাতীয়

বাংলাদেশের সঙ্গে ‘গভীর সম্পর্ক’ এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৩ ১৩:৫৭:৫৪ | আপডেট: ২ years আগে
বাংলাদেশের সঙ্গে ‘গভীর সম্পর্ক’ এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র বলেছে, তারা বাংলাদেশের সঙ্গে 'বিস্তৃত ও গভীর' সম্পর্ক বজায় রেখেছে এবং এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বিস্তৃত ও গভীর সম্পর্ক বজায় রেখেছে, যা আমরা আরও এগিয়ে নিতে চাই।’

মার্কিন দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করা হয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের দিকে, যেখানে দাবি করা হয় যে আরও মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে। এরপরই মার্কিন এই কর্মকর্তার কাছ থেকে এমন মন্তব্য পাওয়া যায়।