প্রচ্ছদ ›› জাতীয়

বাংলাদেশ-আমিরাতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৩ ১৯:৫৪:৫৫ | আপডেট: ২ years আগে
বাংলাদেশ-আমিরাতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। গত শনিবার (২০ মে থেকে ২৪ মে) পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে দুই দেশের ইতিহাস-ঐহিত্য, সংস্কৃতি ও জীববৈচিত্র্যের নানা দিক তুলে ধরা হয়। নানান চিত্রকর্মে দুই দেশের ইতিহাস-ঐহিত্য, সংস্কৃতি ও জীববৈচিত্র্যের নানা দিক ফুটে উঠেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে আমিরাতে সফর করে কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু করেন। সেই সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ২ দেশের চিত্রশিল্পের চিত্রকর্ম প্রদর্শনীর মাধ্যমে সাংস্কৃতিক সেতুবন্ধন আরও মজবুত হলো।

চিত্রপ্রদর্শনীতে জায়গা করে নিয়েছে দুই দেশের ১৬ জন শিল্পীর ৮০টি চিত্রকর্ম। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের ১১ ও আমিরাতের পাঁচজন চিত্রশিল্পী। চিত্রকর্ম প্রদর্শনী ও আর্ট ক্যাম্পের উদ্বোধনী দিনে দুই দেশের কূটনৈতিক পর্যায়ের ব্যক্তিরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

প্রদর্শনীতে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী জামাল আহমেদ ও কনক চাঁপা চাকমা, শাহজাহান আহমেদ বিকাশ, জামাল হোসেন, আনিসুজ্জামান, দুলাল চৌধুরী গেইন, নাজিয়া আন্দালিব রিমা, আবিদা হোসেন, হাসুরা আক্তার রুমকি, মুহাম্মদ সাজেদুল ইসলাম ও সুবর্ণা মুরশেদা চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের সংস্কৃতি৷

আমিরাতের চিত্রশিল্পী জাছিম আল ওয়াদি, ডক্টর মুহাম্মদ ইউসুফ, নুজুম আল গানেম, আফরা সালমান আল সুয়াজি ও রাশিদ আব্দুল্লাহ আল মুল্লার শিল্পকর্ম স্থান পেয়েছে এই আয়োজনে।