প্রচ্ছদ ›› জাতীয়

বাংলাদেশ-চীন সাংস্কৃতিক ঐতিহ্য আরও পূর্ণতা পাবে: দীপু মনি

কূটনৈতিক প্রতিবেদক 
১৮ জানুয়ারি ২০২৪ ১৫:১৫:০৪ | আপডেট: ১ year আগে
বাংলাদেশ-চীন সাংস্কৃতিক ঐতিহ্য আরও পূর্ণতা পাবে: দীপু মনি

বর্তমান সময়ের চেয়ে বাংলাদেশ-চীন সাংস্কৃতিক ঐতিহ্য আরো পূর্ণতা পাবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চীনা দূতাবাস আয়োজিত ভয়েজ অব স্প্রিং ও গোল্ডেন ড্রিমস নামে বসন্ত উৎসবের আয়োজনে এমনটাই জানান তিনি।  

এসময় চীনা রাষ্ট্রদুত ইয়াও ওয়েন দুই দেশের সম্পর্ক যে কোন সময়ের চেয়ে গভীর বলে উল্লেখ করেন। আগামী বছর চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের আয়োজন উপলক্ষে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করতে ঢাকা-বেইজিং যৌথ পথে হাঁটবে বলেও জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে দুই দেশের সাংস্কৃতিক উপস্থাপন মুগ্ধতা ছড়ায় উপস্থিত দর্শকদের মধ্যে। ইউনান প্রভিন্স ও বাংলাদেশের শিল্পীরা বিভিন্ন পরিবেশনা করেন। এ আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।