দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি আর শেরম্যান। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসাও করেন তিনি।
শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন শেরম্যান। যুক্তরাষ্টের ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতির কথাও উল্লেখ করেন মার্কিন ডেপুটি সেক্রেটারি।
বৈঠকে এলডিসি বিষয়ে ডব্লিউটিও-তে মার্কিন সহায়তা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। যেন বাংলাদেশের মতো দেশগুলো একটি সুষ্ঠু এবং টেকসই এলডিসি গ্র্যাজুয়েশন অর্জন করতে পারে।
জলবায়ু পরিবর্তন এবং অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ সরকারের ইচ্ছা ব্যক্ত করেন তিনি।
ইউক্রেন যুদ্ধ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়গুলোও আলোচনায় স্থান পায় বৈঠকে। এছাড়াও বৈঠকে দ্বিপাক্ষিক এবং অভিন্ন বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।