বাগেরহাটের মোংলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-একই গ্রামের দেলোয়ার শেখের ছেলে মো. জীম (৫) এবং লাভলু শেখের মেয়ে বৃষ্টি (৪)।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে জীম ও বৃষ্টি বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তাদের দুজনকে না পাওয়ায় খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করা হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।